অন্যরকম উৎসবের নাম বাউৎ উৎসব!
নিউজ ডেক্স

কুয়াশায় মোড়ানো ভোর থেকে বিলপাড়ে জড়ো হতে থাকে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সবার কাঁধে পলো বা মাঝ ধরার বিভিন্ন উপকরণ। শীতের দিনে শুকিয়ে যাওয়া খাল-বিলে মাছ শিকারের উদ্দেশে আসেন শিশু থেকে বৃদ্ধ—বিভিন্ন বয়সী শৌখিন মৎস্য শিকারি। ঘটা করে মাছ ধরার এই উৎসবের নাম বাউৎ উৎসব। আর পলো দিয়ে মাছ ধরেন যাঁরা, তাঁদের বলা হয় বাউৎ। সম্প্রতি এমনই উৎসব হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের রুহুল বিলে।
দীর্ঘদিন ধরে পাবনার বিল এলাকায় এই বাউৎ উৎসবের রেওয়াজ রয়েছে। বিলের পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে মাছ ধরা শুরু হয়। আগে বিলে প্রচুর মাছ ছিল। ফলে এই মৌসুমে প্রায় প্রতিদিনই পলো দিয়ে অসংখ্য মৎস্য শিকারি মাছ ধরত। কিন্তু এখন মাছ কমে গেছে। ফলে বিলপাড়ের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ একত্র হয়ে এই উৎসবের আয়োজন করে। ঘটা করে দিন ধার্য হয়। এরপর সবাই মিলে মাছ শিকারে নামে। ধনী-গরিব ভেদাভেদ নেই এই উৎসবে। যাঁর একটি পলো আছে, সেই নামতে পারে মাছ শিকারে। বর্তমানে প্রতি শনি ও মঙ্গলবার চলছে এই উৎসব। কোন এলাকায় মাছ ধরা হবে, তা সবাই মিলে ঠিক করে। মাছ না পেলেও অনেকে শখের বসে অংশ নেয় এই উৎসবে।
- বেশি বয়সের নারীদের প্রেমে পুরুষরা পড়েন কেন?
- ফল কেন পানিতে ভিজিয়ে রাখবেন?
- গলা ও ঘাড়ের মেকআপ করার সহজ পাঁচটি টিপস
- জেনে নিন, ডাম্বেল নিয়ে সহজে ব্যায়ামের নিয়ম
- গরম পানিতে গোসল স্বাস্থ্যকর না ক্ষতিকর?
- কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন?
- সবচেয়ে কম খরচের ভ্রমণে বাংলাদেশ সপ্তম
- ব্রাজিলে হয়ে গেল মাকড়সা বৃষ্টি! (ভিডিও)
- রাস্তা পারাপার বন্ধে প্রয়োজন নিজ অভ্যাসের পরিবর্তন
- মাইগ্রেন সমস্যা নিয়ে করণীয়
- বিশ্বের সব থেকে ধনী দেশ মোনাকো
- জীবনের গল্পটা কত নিষ্ঠুর!
- বার্গার কিনতে লাইনে দাঁড়ালেন বিল গেটস
- ঘুমের জন্য কেমন বালিশ ভালো?
- পুষ্টি বাড়াবে রোদে পোড়া টমেটো!